দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০২:১২

রাজশাহীতে ১০ কোটি টাকার মডেল মসজিদের দেয়াল ফেটে যাচ্ছে, বৃষ্টির পানি ঢুকছে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ এতটাই নিম্নমানের হয়েছে যে উদ্বোধনের সাড়ে তিন বছরের মধ্যে মসজিদের ভেতরে বৃষ্টির পানি পড়ছে। অন্যদিকে কাজ শেষ না করেই ঠিকাদারের বিরুদ্ধে বিল তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে অসম্পূর্ণ কাজ শেষ করতে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। চাপে পড়ে এখন দায়সারাভাবে সে কাজ করছেন ঠিকাদার।

প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের লিফট জালিয়াতির দায়ে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এই মসজিদ নির্মাণের কাজ করেছে।

মসজিদের ইমাম মো. সিগবাতুল্লাহ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ২০২১ সালের ১০ জুন প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য মসজিদের কাজ শেষ না করেই ফেলে রাখেন এই ঠিকাদার। তারপর টুকটাক কাজ করলেও অসমাপ্ত কাজ তারা শেষ করেননি। এখন মসজিদের দেয়াল ফেটে যাচ্ছে। একপাশ দেবে যাচ্ছে। ভেতরে পানি ঢুকছে।

ব্রাদার্স কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণকাজ করেছে। এর স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসেন। তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত বছর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লিফট জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। দরপত্র অনুযায়ী সেখানে চাওয়া হয়েছিল ‘এ’ ক্যাটাগরির লিফট। তার বদলে ‘সি’ ক্যাটাগরির লাগানো হয়। এই দুই লিফটের দামের পার্থক্য প্রায় অর্ধকোটি টাকা। তদন্তের পর এই লিফট ঠিকাদার খুলে নিয়ে যেতে বাধ্য হয়। তার পরিবর্তে নতুন লিফট এখনো সরবরাহ করা হয়নি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী