দ্যা নিউ ভিশন

কারাবন্দী সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে হাসপাতালে হেনস্তা

আসাদুজ্জামান নূর

সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী আসাদুজ্জামান নূর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আজ সকাল ১০টার দিকে আসাদুজ্জামান নূর বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগে ফিজিও থেরাপি নিতে যান। সেখানেই তিনি হেনস্তার শিকার হন। তিনি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আছেন।

হাসপাতাল সূত্র বলছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আহত ২১ জন বিএসএমএমইউতে চিকিৎসা নিচ্ছেন। সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও এইচ টি ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম আজ সকালে ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে গেলে দুজনকেই হেনস্তা করেন আন্দোলনে আহত ওই ব্যক্তিরা।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কারা মহাপরিদর্শককে জানানো হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

মিমি অবাক করেছেন

অভিনয়ে ম্যাজিক দেখানোর পাশাপাশি অনেক দিন ধরেই মিমি চক্রবর্তী নিজেকে