দ্যা নিউ ভিশন

নভেম্বর ৩০, ২০২৪ ২২:৩৯

লন্ডন গেলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যের লন্ডনে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি মহাসচিবের সঙ্গে তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল বলেছিলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাঁকে লন্ডনে ডাক্তার দেখাব।’

দুই সপ্তাহের মধ্যে বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতির মধ্যে লন্ডনে দলের মহাসচিবের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দলের চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

মিমি অবাক করেছেন

অভিনয়ে ম্যাজিক দেখানোর পাশাপাশি অনেক দিন ধরেই মিমি চক্রবর্তী নিজেকে