দ্যা নিউ ভিশন

কেন বাইরের একটি দেশ থেকে এ ধরনের প্রতিবাদ আসছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ফাইল ছবি

বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বীদের একটি জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘যখন (বাংলাদেশের) আমাদের দুই হাজারের মতো সাধারণ মানুষকে, বাচ্চা ছেলেদের গুলি করা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে—কই তখন তো ভারতের পররাষ্ট্র দপ্তর একটা বিবৃতি দেয়নি। শেখ হাসিনা সরকারের এই ভয়ংকর নিপীড়নের জন্য, রক্তক্ষরণের জন্য একটা বিবৃতি তো দেয়নি।’

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর সঙ্গে আজ বুধবার দুপুরে সাক্ষাৎ করেন রুহুল কবির রিজভী। ওই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘ইসকন’-এর দিকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, ‘চট্টগ্রামে গতকাল একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা একটি সংগঠনের অভ্যুদয় দেখছি খুব অল্প কিছুদিন ধরে। এই সংগঠনটি কীভাবে তৈরি করা হলো, কে কে এর নেতৃত্বে আছেন? গতকাল কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সংগঠনের নেতাদের। এরা সবাই যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মী, তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এই সংগঠনটির মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে।’

রিজভী বলেন, ‘(ইসকনের) এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ কারণে ভারত থেকে তাঁর মুক্তির দাবি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তি দাবি করা হয়েছে—এগুলো কিসের আলামত?’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজকে যখন সরকার এবং সব মানুষ বুঝতে পারছে, কোনো একটা ষড়যন্ত্র-চক্রান্তের খেলা চলছে। কোনো কিছু পরিকল্পিতভাবে ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এটা তো সূর্যের আলোর মতো পরিষ্কার যে এই সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। হঠাৎ বিভাগীয় শহরগুলোতে নেমে পড়ছেন, দাবি জানাচ্ছেন। কই, শেখ হাসিনার সময় তো দাবি জানাননি।’

বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়—পরিকল্পিতভাবে এমন কথা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, তারা একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। এর জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো বিবৃতি দিল না। বিবৃতি দিল অস্থিতিশীলতা তৈরি করার কারণে চিন্ময় কৃষ্ণ দাস নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে। তিনি বলেন, ‘তিনি (চিন্ময়) তো বাংলাদেশের নাগরিক। তাঁর প্রতি যদি সরকার অন্যায় করে, তাহলে তাদের লোকজন সেখানে দাবি তুলতে পারেন। কেন বাইরের একটি দেশ থেকে এ ধরনের প্রতিবাদ আসছে?’

ষড়যন্ত্র অব্যাহত রয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু তাঁর যে টাকার উৎস—এটা এখনো তৃণমূলে অনেকের কাছে রয়েছে। ওই টাকাগুলোই খরচ করে তারা এলাকার পর এলাকা অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া চলছে, প্রয়োজনীয় সংস্কার করে অবাধ–সুষ্ঠু নির্বাচনের দিকে যে দেশ যাচ্ছে, এটাকে মনে হয় অনেকেই সহ্য করতে পারছে না। এ ধরনের মহাপরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ পরিবারগুলোকে অর্থসহায়তা দিচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’। তারেক রহমান সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

জানুয়ারিতে টি-টোয়েন্টি লিগের ছড়াছড়ি, বিপিএলের সঙ্গে আরও ৪ টুর্নামেন্ট

ক্রিকেটকে বাণিজ্যিকীকরণ করে ফেলার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো বছরের অনেকটা