চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। এ ঘটনাকে কেন্দ্র করে দেশে যেন সাম্প্রদায়িক সংঘাত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।
আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশ করে এসব আহ্বান জানিয়েছে সাতটি বামপন্থী ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট। পরে জুলাই গণ–অভ্যুত্থানে হত্যার বিচার, পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, রিকশাচালকদের হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে রাজু ভাস্কর্য থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত তাঁরা পদযাত্রা করেন।
সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক সালমান সিদ্দিকী বলেন, গতকাল আইনজীবী সাইফুলকে হত্যার মধ্য দিয়ে সারা দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি, সাম্প্রদায়িক সংঘর্ষের পরিবেশ তৈরি করা হচ্ছে। এর পেছনে উদ্দেশ্য হলো মানুষের ঐক্য, গণতান্ত্রিক লড়াইয়ের চেতনা ও আকাঙ্ক্ষা নষ্ট করা। তিনি সাইফুল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, এমন কোনো কাজ যেন আমরা না করি।’