সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে আরও দুই থানায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই থানা হলো রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও কুমিল্লা জেলার সদর থানা।
গত রোববার (২৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে মোহাম্মদপুর ও কুমিল্লা সদর থানার প্রতিনিধি কমিটি ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। এর মধ্যে মোহাম্মদপুর থানা কমিটি ১৫১ সদস্যের আর কুমিল্লা সদর থানা কমিটি ৯১ সদস্যের করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে নাগরিক কমিটি।
এর আগে ১৮ নভেম্বর ঢাকার কলাবাগান থানা, ১৭ নভেম্বর কদমতলী থানা এবং ১৬ নভেম্বর ধানমন্ডি, রামপুরা, চকবাজার, কামরাঙ্গীরচর ও লালবাগ থানায় প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। এর আগে ১৩ নভেম্বর ভাটারা ও কাফরুল থানায়, ১০ নভেম্বর পল্লবী থানায়, ৯ নভেম্বর হাতিরঝিল থানায় এবং ৮ নভেম্বর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া ১২ নভেম্বর টাঙ্গাইলের সদর ও মধুপুর উপজেলা এবং ২৪ নভেম্বর ঘাটাইল উপজেলায় প্রতিনিধি কমিটি ঘোষণা করেছে নাগরিক কমিটি।