দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪৭

আটকের পর আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিয়েছে পুলিশ

জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ফাইল ছবি

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে ধানমন্ডি থেকে আটক করা হয়েছিল বলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া প্রথম আলোকে জানিয়েছিলেন।

পরে রাতে ইত্তেফাকের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আনোয়ার হোসেন মঞ্জু গুরুতর অসুস্থ হওয়ার কারণে পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে। এ বিষয়ে ডিবি কর্মকর্তা রবিউল হোসেন ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। আধা ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪–দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে তাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। তিনি একসময় দৈনিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট