দ্যা নিউ ভিশন

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে কালক্ষেপণ করা ঠিক হবে না: রিজভী

বরিশালের বাকেরগঞ্জে ছাত্র–জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে বেশি কালক্ষেপণ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এ জন্য প্রয়োজনীয় যে সংস্কার দরকার করবে। কিন্তু এটা যদি বারবার প্রলম্বিত হয়, কালক্ষেপণ হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে আবার প্রশ্ন দেখা দেবে। স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এক মাস, দুই মাস নয়; ১৬ বছর দেশের মানুষ লড়াই-সংগ্রাম করেছে। রক্ত ও জীবন দিয়েছে। মানুষ যে আত্মত্যাগ করেছে, সে জন্য জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে বেশি কালক্ষেপণ করা ঠিক হবে না।

রিজভী বলেন, ‘আমরা একটি দীর্ঘ দুঃশাসন অতিক্রম করে আজকে কিছুটা নিশ্বাস নেওয়ার জায়গায় এসেছি। কিন্তু আমাদের আরও অনেক পথ হাঁটতে হবে। আমাদের মূল যে দায়িত্ব জনগণের শাসন জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, সেটি নিশ্চিত করতে হবে। সেই দুঃশাসন যেন আর ফিরে না আসে, দেশে যাতে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা হয়, মানুষের আকাঙ্ক্ষা সেটাই। সেটা নিশ্চিত করার জন্য সবাই ড. ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছে। এটা নিশ্চিত করতে তাঁকে (ড. ইউনূস) আরও বেশি তৎপরতার সঙ্গে কাজ করতে হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা শুল্ক কমালেন, তারপরও কেন খোলাবাজারে সয়াবিনের কেজি ১৭০ টাকা? সেটা নিয়ন্ত্রণে এই সরকারকে পদক্ষেপ নিতে হবে। আজকে কাঁচাবাজারে সবকিছুর দাম বেড়েছে। আজকে মানুষ কেন অভুক্ত থাকবে? আজকে মানুষ অন্তর্বর্তী সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আপনারা অনেক পদক্ষেপ নিচ্ছেন ঠিকই, কিন্তু যারা সিন্ডিকেট করছে, এর নেপথ্যে যারা আছে, তাদের গ্রেপ্তার করুন, দেখবেন এমনিতেই দাম কমে যাবে।’

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশের জন্য বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’। এতে আয়োজক সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমানসহ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বক্তব্য দেন।

অনুষ্ঠানে শেখ হাসিনার সমালোচনা করে রিজভী আরও বলেন, ‘আমরা জানি পুরুষের চেয়ে নারীদের মমত্ববোধ, স্নেহ, মায়া বেশি থাকে। কিন্তু শেখ হাসিনা শুধু তাঁর বাবার হত্যার প্রতিশোধ নয়, এই দেশকে তাঁর বাবার জমিদারি মনে করতেন, এই জমিদারি যাতে হাতছাড়া না হয়, সে জন্য তিনি দেশের মানুষকে গুম করতে, খুন করতে কুণ্ঠাবোধ করেননি। তিনি সাড়ে ১৫ বছরে লুটপাট করে দেশকে দেউলিয়া করেছেন। ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন আরও বেশি লুটপাট করতে, দেশের মানুষের ওপর আরও বেশি অন্যায়, অত্যাচার, নির্যাতন করতে। এটাই ছিল তাঁর রাজনৈতিক দর্শন।’

অনুষ্ঠানে বরিশালের ৩১ জন শহীদ পরিবারের সদস্যের হাতে অর্থসহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ