দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:০৯

ড. আসিফ নজরুলকে হেনস্তাকারীদের বিচার দাবি ডিবেট ফর ডেমোক্রেসির

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হেনস্তাকারীদের যথোপযুক্ত বিচার দাবি করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির নেতারা।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এক লিখিত বার্তায় বলেন, সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের রাষ্ট্রীয় সফরকালে যারা এ ধরনের ঘৃণিত কাজ করেছে, তাদের অতিদ্রুত চিহ্নিত করতে হবে। একই সঙ্গে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী বাংলাদেশ দূতাবাসকে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

হাসান আহমেদ চৌধুরী বলেন, দুষ্কৃতকারীরা পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। প্রবাসে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে তারা এই অপকর্ম করেছে। দুষ্কৃতকারীদের এমন কার্যকলাপের দায় জেনেভায় অবস্থিত বাংলাদেশ মিশন এড়াতে পারে না।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ড. আসিফ নজরুলের সাহসী ও দূরদর্শী ভূমিকা জাতি সব সময় মনে রাখবে। জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে দেশে-বিদেশে যাতে আর কেউ এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি করতে না পারে, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট