দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৫৯

বিএনপি নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ রোববার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে দেখা করেন সিঙ্গাপুরের হাইকমিশনার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো।

আজ রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতের সময় ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো, সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম ছিলেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

সাক্ষাৎ অনুষ্ঠান শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিনিয়োগসহ যেসব বিষয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে, তারা (সিঙ্গাপুর) মনে করে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সেই সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়। তারা এ–ও মনে করে যে একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সিঙ্গাপুর বাংলাদেশের বন্দরগুলো কার্যকর করতে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে বলে উল্লেখ করেন আমীর খসরু।

বিএনপির এই নেতা বলেন, ‘দক্ষ শ্রমশক্তি কীভাবে আমরা সেখানে (সিঙ্গাপুরে) পাঠাতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সিঙ্গাপুরে প্রচুর নার্স দরকার, অন্যান্য ক্ষেত্রেও দক্ষ কর্মী নিতে তাদের উৎসাহ আছে। আমাদের শ্রমশক্তিকে আরও দক্ষ করার জন্য সিঙ্গাপুর বিনিয়োগ করতে চায়, কারিগরি সহযোগিতা দিতে চায়।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট