দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪৫

ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন দলটিকে আজ সোমবার নিবন্ধন দেয় ইসি। ছবি: নুরুল হকের ফেসবুক থেকে নেওয়া

গণ অধিকার পরিষদ (জিওপি) নির্বাচন কমিশনে (ইসি) একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বে এই দলটি আজ সোমবার ইসি থেকে নিবন্ধন পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল, তবে সেই সময়ে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি দলটিকে নিবন্ধন দেয়নি। ইসির এই সিদ্ধান্ত তখন ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর, পরিবর্তিত পরিস্থিতিতে হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গণ অধিকার পরিষদকে নিবন্ধন প্রদান করে।

ইসি সচিব শফিউল আজিমের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলের জন্য ‘ট্রাক’ প্রতীক নির্ধারণ করা হয়েছে, এবং নিবন্ধন নম্বর ৫১।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট