দ্যা নিউ ভিশন

এপ্রিল ৮, ২০২৫ ১৯:৪০

এবার হাতিরঝিল থানা জাতীয় নাগরিক কমিটি গঠন

সাংগঠনিক কাঠামো বিস্তৃত করার কার্যক্রমের অংশ হিসেবে এবার রাজধানীর হাতিরঝিল থানায় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে যাত্রাবাড়ী থানা কমিটি গঠনের মধ্য দিয়ে থানা কমিটি গঠন শুরু করেছে তারা।

জাতীয় নাগরিক কমিটির আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা রাইজিং’ কর্মসূচির অংশ হিসেবে হাতিরঝিল থানার ৫১ সদস্যবিশিষ্ট থানা প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন নতুন এ কমিটি অনুমোদন করেছেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এই কমিটি তারুণ্যনির্ভর নতুন একটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে কমিটি গঠন শুরু করেছে তারা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন শুরু করেছে। ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ সদস্যের কমিটি গঠনের মধ্য দিয়ে তারা এ কার্যক্রম শুরু করে। সর্বশেষ ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী