দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৫০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানমন্ডি থানা যুবদলের ব্যাতিক্রমী উদ্যোগ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানমন্ডি থানা যুবদলের ব্যাতিক্রমী উদ্যোগ

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের ধানমন্ডি গড়ি” এই স্লোগান কে সামনে রেখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গ্রীন ধানমন্ডি বিনির্মাণে ফ্রী বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছ ধানমন্ডি থানা যুবদল। সকাল ৮:০০ ঘটিকায় ধানমন্ডি রবিন্দ্র সরোবর সংলগ্ন লেক পাড়ে গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৪ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানমন্ডির বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন ও পথচারীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি ফ্রী গাছের চারা বিতরণ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় উদ্বুদ্ধ হয়ে সমাজ কল্যাণমূলক কাজের অংশ হিসেবে পরিবেশগত মানোন্নয়নে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান উপস্থিত নেতা-কর্মীবৃন্দ।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের উদ্বোধক জনাব ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি। তিনি আরো বলেন, ধানমন্ডি আমাদের এই ধানমন্ডিকে বসবাস উপযোগী করে তোলা এবং সুস্থ প্রজন্মের ধানমন্ডি গড়ার ক্ষেত্রে আমাদেরি ভুমিকা রাখতে হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যারিস্টার অসীম বলেন, বর্তমান সময়ে তরুণদের একটা বড় অংশ যখন বিপথগামী,
সেই সময়ে ধানমন্ডি থানা যুবদলের নেতা-কর্মীরা ভালো ভালো কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবিদার।পরিবেশের বিপর্যয় ঠেকাতে এবং সুস্থ প্রজন্ম গড়ার লক্ষ্যে তারা বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করছে এর চেয়ে ভালো কী হতে পারে? এভাবে আমরা সবাই মিলে একটু একটু করে ভালো কাজ করলে সমাজ বদলে যাবে।

অনুষ্ঠানের আয়োজক ধানমণ্ডি থানা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক জনাব মো. মনির হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশিত সমাজ কল্যাণমূলক কাজের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরোও বলেন, সুরক্ষিত ও সুস্থ প্রজন্মের ধানমন্ডি গড়াই আমাদের লক্ষ্য। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হবে; পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে ফলে ধানমন্ডি এলাকা হবে সুরক্ষিত। তাছাড়া সমাজ কল্যাণমূলক ও ভালো কাজের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।

উক্ত অনুষ্ঠানে ধানমন্ডি থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন থানা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং সাধারণ জনগণ।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট