দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩৯

স্বপ্ন স্বপ্নের জায়গায়, সরকার সরকারের জায়গায় আর জনগণ জনগণের জায়গায়: শামসুজ্জামান দুদু

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত তিন মাসে মানুষ যেটি প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয়েছে, এমন নয়। স্বপ্ন স্বপ্নের জায়গায়, সরকার সরকারের জায়গায় আর জনগণ জনগণের জায়গায় আছে।

আজ শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের কার্যক্রম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু এমন মন্তব্য করেন। তিনি আজ দুপুরে চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এসে নেতা–কর্মী ও অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাড়িসংলগ্ন রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিএনপি নেতা শামসুজ্জামান সাংবাদিকদের বলেন, মানুষ জীবন ধারণের জন্য সিন্ডিকেটমুক্ত একটি বাজারব্যবস্থা চায়। সেটি এখন পর্যন্ত প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। মানুষ পুলিশ প্রশাসনের কাছে বিতর্কহীন সেবা চায়, প্রশাসনের কাছ থেকে ঘুষ-দুর্নীতিমুক্ত আচরণ চায়। এমনকি গত ১৬ বছরে যারা ফ্যাসিবাদ তোষণ করে সুবিধা নিয়েছে, সেখান থেকেও তারা মুক্তি চায়। এসব কোনো কিছু করা সম্ভব হয়নি।

শামসুজ্জামান বলেন, ‘আমরা মনে করি কার্যকর বাংলাদেশ গড়ে তোলার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য মানুষের অধিকার অর্থাৎ মানুষের ভোটাধিকার যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়া দরকার। ১৬ বছর যা সম্ভব হয়নি, মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে দিলে তারা একটি নির্বাচিত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে সংস্কার আরও গতি পাবে।’ রাষ্ট্র সংস্কার বহমান নদীর মতো উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সংস্কার এই সরকার শেষ করবে, একটা সরকারে শেষ করবে, সেটাও ঠিক না। এ জন্য আমার কাছে মনে হয়, তারা বাংলাদেশে যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য স্বাভাবিক বাধামুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে পারে, তত দ্রুত বাংলাদেশ শঙ্কামুক্ত হবে, বহির্বিশ্ব থেকে চাপ কমবে।’

গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাছান মাহমুদের বক্তব্যের প্রসঙ্গে শামসুজ্জামান বলেন, ‘তাঁর বক্তব্য পাগলের প্রলাপ। পার্টির (বিএনপি) মহাসচিব বলেছেন, “এটি ভূতের মুখে রাম নাম।” গত ১৬ বছরে তাঁর (হাছান মাহমুদ) সরকারের আমলে গণতন্ত্র ছিলই না, পুনরুদ্ধার কী করবেন? সে জন্য তাঁদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’

শামসুজ্জামান বলেন, ‘মানুষ এই দেশে সাম্যবাদ ও স্থিতিশীলতায় বিশ্বাস করে। খেটে খাওয়া মানুষ ভালো থাকবে, এ জন্য দেশ স্বাধীন হয়েছিল। সেই লক্ষ্য থেকে যখনই বিচ্যুতি ঘটেছে, তখনই তার দেশের ক্ষতি হয়েছে। বিএনপি তা বিশ্বাস করে। এ দেশে যা কিছু যতটুকু ভালো এবং কাজ হয়েছে, তা বিএনপির নেতৃত্বে, শহীদ জিয়া–বেগম জিয়ার নেতৃত্বে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে আসবেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে বিএনপি সামনের দিকে এগোবে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট