দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪৩

ইসি গঠনে তিন শিক্ষকসহ ছয়জনের নাম প্রস্তাব গণ অধিকার পরিষদের

নির্বাচন কমিশন ভবন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করেছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। দলীয় সূত্রে জানা গেছে, দলটি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকসহ মোট ছয়জনের নাম প্রস্তাব করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দেয়।

গণ অধিকার পরিষদ কতজনের ও কাদের নাম প্রস্তাব করেছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গণ অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রাধান্য দিয়েছে। তারা নির্বাচন কমিশনে নিয়োগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুমের নাম প্রস্তাব করেছে।

নামের তালিকা দিতে গিয়ে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচন কমিশন হতে হবে আন্তর্জাতিক মানের। নির্বাচনও হতে হবে পৃথিবীর ইতিহাসের সেরা নির্বাচন। দলীয় লেজুড়বৃত্তি করা কাউকে বা অতীতে ছাত্ররাজনীতি করেছেন বা আওয়ামী সুবিধাভোগী কাউকে নিয়োগ দেওয়া যাবে না।

রাশেদ খান বলেন, নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন করতে হবে। কমিশন কোনো দলের আনুগত্য করতে পারবে না। তাঁরা প্রস্তাব করেছেন, এবারের নির্বাচন কমিশনে যেন অন্তত এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাখা হয়। তিনি বলেন, দলগুলোর মধ্যে থেকে যে নামগুলো ‘কমন’, তাঁদের গুরুত্ব দিতে হবে। একটি গোষ্ঠী বা দল যে তালিকা ধরে বা আগে থেকেই নির্ধারিত ব্যক্তিদের নিয়ে যেন কমিশন গঠন করা না হয়। এটি হলে তাঁরা তা মানবেন না।

এ সময় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, আরিফ তালুকদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বেলাল হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট