দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৪৯

জাতীয় পার্টির বিচার চায় গণ অধিকার পরিষদ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে জাতীয় পার্টির বিচারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ (মশিউজ্জামান–ফারুক)। তারা বলেছে, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সঙ্গেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গণ অধিকার পরিষদের একাংশের প্রতিনিধিদল।

গণ অধিকার পরিষদের একাংশের সদস্যসচিব ফারুক হাসান বলেন, তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জাতীয় পার্টির বিচার করার আবেদন জানিয়েছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্যতম সহযোগী। প্রতিটি হত্যার দায় জাতীয় পার্টিকেও নিতে হবে। সুতরাং জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সঙ্গেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনউদ্দিন খান বাদল, অধ্যক্ষ নুরে আলম ও গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট