দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪৫

দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে আ.লীগ নেতারা পালিয়েছেন

এবি পার্টির নতুন সদস্য যোগদান উপলক্ষে গাজীপুর বিএম কলেজের হল রুমে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেছেন। দলটির কর্মীরা এখন আত্মগোপনে। যুগ যুগ ধরে ফ্যাসিবাদী শাসনের এটাই অন্তিম পরিণতি।

শুক্রবার গাজীপুরে এবি পার্টি আয়োজিত এক মতবিনিময় ও সংবর্ধনা সভায় এসব কথা বলেন মজিবুর রহমান। দলে নতুন সদস্য যোগদান উপলক্ষে গাজীপুর বিএম কলেজের হল রুমে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সদস্যসচিব বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে করোনা মহামারির সময় আমরা নতুন দল গঠন করছি। কল্যাণমুখী একটি রাষ্ট্রগঠন আমাদের উদ্দেশ্য। নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে আমাদের পথ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমাদের নিবন্ধন দেওয়া হয়নি; আইনি লড়াই করে শেষ পর্যন্ত আমরা নিবন্ধন পেয়েছি।’

মজিবুর রহমান বলেন, ‘আমরা এমন এক রাজনীতি করতে চাই, যেখানে জনগণ জানবে আমরা কী করতে চাই। নতুন প্রজন্মের মধ্যে রাজনীতির প্রতি যে অনাগ্রহ দেখা দিয়েছে, আমরা তার অবসান ঘটিয়ে তারুণ্যদীপ্ত রাজনীতির জনজোয়ার তৈরি করতে চাই। আমরা সবাইকে নিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করব, ইনশাআল্লাহ।’

এবি পার্টিতে সদ্য যোগ দেওয়া গাজীপুর বিএম কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, ‘আমি দীর্ঘদিন এবি পার্টির বিষয়ে খোঁজখবর রেখেছি। এরপর তাদের উদ্দেশ্য অনুধাবন করে এই পথে যাত্রা শুরু করলাম। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী ও শ্রমিক নেতাসহ অর্ধশত লোক যোগ দিয়েছেন।’

এবি পার্টির গাজীপুর জেলা ও মহানগর আহ্বায়ক প্রকৌশলী আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব এম আমজাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. আলতাফ হোসাইন, জমিয়তে উলামায়ে বাংলাদেশের সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সাংবাদিক নেতা আবিদ হোসেন বুলবুল, গাজীপুরে শরীয়তপুর কল্যাণ সমিতির সভাপতি নুর ইসলাম, গাজীপুর সাংস্কৃতিক জোটের আহ্বায়ক নুর ইসলাম প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট