দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৪:০৮

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামী

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় আইআরআই প্রতিনিধিদল বাংলাদেশে বর্তমান পরিস্থিতি, রাষ্ট্রপতি প্রসঙ্গ, নির্বাচন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে।

জামায়াত জানিয়েছে, আইআরআই প্রতিনিধিদল জামায়াতের সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চায়।

আইআরআইর সিনিয়র অফিশিয়ালস কেন্ট প্যাট্টন, রিচার্ড রোয়ার এবং বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জোশুয়া রোসেনব্লুম ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউএসএইডের বাংলাদেশ অফিসের রাজনীতি প্রক্রিয়াবিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম প্রতিনিধিদলে ছিলেন।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ও জসিম উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী