দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২৫

পটুয়াখালীতে বিএনপির দুই পক্ষ পৃথক সংবাদ সম্মেলন করেছেন এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

পটুয়াখালী প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ছেন পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন।

পটুয়াখালীতে রবিবার জেলা বিএনপির দুই পক্ষ সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এক পক্ষের নেতা, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অপর পক্ষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, তাঁর শেরেবাংলা সড়কের বাসভবনে আলাদা সংবাদ সম্মেলন করেন।

স্থানীয় নেতা-কর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জেলা বিএনপিতে দুটি পক্ষ রয়েছে, যা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এ দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

বেলা ১১টায় প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন বলেন, গত ৩০ আগস্ট আলতাফ হোসেন চৌধুরী জেলা কমিটিকে না জানিয়ে বিএনপির নামে জনসমাবেশ করেন। বিএনপি থেকে বহিষ্কৃত ওয়াহিদ সরোয়ারকে সঙ্গে নিয়ে আলতাফ হোসেন চৌধুরী একই মঞ্চে সমাবেশ করেছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন এবং তাঁর অনুসারী নেতা-কর্মীরা বিএনপির ভেতরে অনুপ্রবেশ করে দলের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অপকর্ম করছে।

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, সদস্য আশফাকুর রহমান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এ কে এম শফিকুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান, জেলা চাষী দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ উপস্থিত ছিলেন।

দুপুর সাড়ে ১২টার দিকে আলতাফ হোসেন চৌধুরী তাঁর বাসভবনে পৃথক সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মা এখনও দেশে আছে এবং নানা ষড়যন্ত্র করছে। বিএনপির মধ্যে মোনাফেক ও বর্ণচোরেরা আরও বিপজ্জনক, তাদের প্রতিহত করতে বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বায়েজীদ, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য লায়লা ইয়াসমিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. মহসিন, এবং ওয়াহিদ সরোয়ার উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট