রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে, সোমবার ‘সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার গণজমায়েত’ ঘোষণা করা হয়।
আজ মঙ্গলবার বেলা তিনটা থেকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনের সমর্থকরা। এই প্রতিবাদ সভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে শপথ ভঙ্গের কথা বলা হয়। বিকেল পৌনে চারটার দিকে আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সেখানে যোগ দেন, অন্য সমন্বয়কেরা কিছুটা দূরে অবস্থান করছিলেন। এরপর সেখানে শেখ হাসিনা, রাষ্ট্রপতি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে নানা স্লোগান শুরু হয়, এবং পরে সমন্বয়কেরা বক্তব্য দিতে শুরু করেন।