দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪৭

সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের একটি সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে আগামীকাল বুধবার থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। গতকাল সোমবার সুনামগঞ্জ পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

আগে, ১৫ অক্টোবর, একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল এবং ‘রিয়ার অ্যাডমিরাল এম এ খান সেতু’র টোল আদায় বন্ধের জন্য ২০ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। সেতুটি সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি এলাকায় অবস্থিত এবং এটি ১৯৮৪ সালে ৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকায় নির্মিত হয়। ১৯৯০ সালের ৩ আগস্ট থেকে টোল আদায় শুরু হয়, ফলে প্রায় ৪০ বছর ধরে টোল নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সেতু থেকে নির্মাণ ব্যয়ের কয়েক গুণ রাজস্ব আদায় হয়েছে, তবুও এটি টোলমুক্ত হচ্ছে না। অভিযোগ করা হয়, সড়ক বিভাগের অসাধু কর্মকর্তা ও ইজারাদারদের লাভের জন্য টোল আদায় অব্যাহত রয়েছে। টোল আদায়ের নামে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে গত ৫ আগস্ট সেতুর টোল প্লাজা বন্ধ করে দেন ছাত্র-জনতা, তবে ৯ সেপ্টেম্বর থেকে সেখানে আবার টোল আদায় শুরু হয়।

সড়ক বিভাগের একজন কর্মকর্তা জানান, তিন বছর আগে সেতুটির জন্য প্রায় ১৪ কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছিল। এ বছর ১৩তম দরপত্র আহ্বানের পর ৯ কোটি ৮২ লাখ টাকার সর্বোচ্চ দর নির্ধারিত হয়েছে। চলতি বছরের জুন মাস থেকে সেতুটির টোল আদায় শুরু করেছে সড়ক বিভাগ।

সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ জুয়েল আহমেদ বলেন, “আমরা টোল আদায় বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছি। টোল বন্ধ না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের পরিবহন বন্ধ থাকবে।”

এদিকে সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, সেতুর টোল আদায়কে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে এবং বর্তমানে তাঁদের নিজস্ব লোকজন টোল আদায় করছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট