রাজশাহীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে। আজ সোমবার বিকেলে নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়, যেখানে রাষ্ট্রপতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার দাবি জানানো হয়।
বিকেল চারটার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সড়ক ঘুরে সাহেব বাজার বড় মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আবদুর রহিম।
সালাহউদ্দিন আম্মার বলেন, “রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে থাকার পরও তিনি ৫ আগস্টের বক্তব্যে বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কাছে পদত্যাগপত্র দিয়েছেন। দুই মাস যেতে না যেতেই এখন এ ধরনের বক্তব্য দেওয়া মানে আমাদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা। আমরা চাই, অবিলম্বে তাঁকে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করানো হোক এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচারের আওতায় আনা হোক।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, যা আমরা মেনে নেব না। ফ্যাসিজমের পুনর্বাসন কোনো অবস্থাতেই কাম্য নয়।”
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি পাননি বলে গণমাধ্যমে খবর এসেছে। আজ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “রাষ্ট্রপতির দাবি যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, তা মিথ্যাচার এবং তাঁর শপথ লঙ্ঘনের শামিল। কারণ, তিনি ৫ আগস্ট রাতে স্পষ্টভাবে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।”
আসিফ নজরুল এ বিষয়ে আরও বলেন, “এখন প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি কি এই পদে থাকার যোগ্যতা রাখেন কি না।”