দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৪৮

টেকনাফ সীমান্ত থেকে ফের শোনা গেছে গোলাগুলির শব্দ

টেকনাফ সীমান্ত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি ও বোমার শব্দ শোনা গেছে। বুধবার মধ্যরাতে বোমার শব্দের সঙ্গে সঙ্গে কম্পন অনুভূত হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা।

টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, মধ্যরাতে টানা কয়েক ঘণ্টা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে হামলা হচ্ছে।

এদিকে, অনেকদিন পর ফের টেকনাফের ওপারে মিয়ানমারে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত সীমান্ত পাড়ের মানুষেরা। সেন্টমার্টিন দ্বীপ থেকেই একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দীর্ঘদিন ধরে চলা মিয়ানমার আরাকান আর্মি ও সে দেশের জান্তা সরকারের মধ্যে চলা সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুপক্ষের লোকজন। এ ছাড়া হামলার রোহিঙ্গাদের মৃত্যুর খবরও পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালীন আরাকান আর্মির হামলা থেকে জীবন বাঁচাতে ১৪ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্য। তাঁরা নাফ নদ পেরিয়ে টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। বর্তমানে তাঁরা বিজিবি হেফাজতে রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ