দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:০৬

শের-ই-বাংলা মেডিকেল কলেজের মেডিসিন ভবনে আগুন লেগেছে, এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালেছবি: সাইয়ান

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে হাসপাতালের পূর্ব পাশের মেডিসিন ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বেলা ১১টার দিকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটির অভ্যন্তরীণ অংশ ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, আজ সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের নিচতলায় আগুন লাগে। এটি হাসপাতালের গুদাম হিসেবে ব্যবহৃত হতো, যেখানে চাদর, তোশক, বালিশের কভারসহ বিভিন্ন মালামাল রাখা হতো। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিচতলা থেকে দাহ্য পদার্থগুলো সরানো হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনের গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাদের চেষ্টা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে ধোঁয়া এখনও ভবনের ভিতরে ছড়িয়ে রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট