ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ১২ ঘণ্টায় ১ সেন্টিমিটার পানি কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন রাতে এ তথ্য জানিয়েছেন।
ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে বাংলাদেশে পদ্মা নদীর প্রবেশমুখে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে পানির স্তর পর্যবেক্ষণ করে পানি উন্নয়ন বোর্ড।
উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন বলেন, বুধবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ সেন্টিমিটার পানি কমে পাংখা পয়েন্টে। ভোরে পাংখা পয়েন্টে পানির স্তর ছিল ২০ দশমিক ৫৫ মিটার। সন্ধ্যায় ১ সেন্টিমিটার কমে ২০ দশমিক ৫৪ মিটারে নামে পানির স্তর। পাংখা পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ২০ দশমিক ০৫ মিটার। সে অনুযায়ী এখনো পদ্মার পানি বিপৎসীমার দেড় মিটারের বেশি নিচে রয়েছে।
এর আগে ফারাক্কা ব্যারেজের ১০৯টি জলকপাট খুলে দেওয়ার খবর দেয় ভারতের বেশ কিছু গণমাধ্যম। সংবাদে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার দেশের গণমাধ্যমেও এমন খবর প্রচারের পর পদ্মা নদী তীরবর্তী মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
পদ্মা তীরবর্তী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, একসঙ্গে ফারাক্কার সব কপাট খুলে দেওয়ার খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। তবে তেমন একটা পানি না বাড়ায় তাদের আতঙ্ক কেটে গেছে।