দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:২৯

নবাবগঞ্জে করলাখেত দেখতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের একসঙ্গে মৃত্যু হয়েছে।

বজ্রপাতফাইল ছবি : রয়টার্স

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার করলাখেত দেখতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতদের নাম রাজা মিয়া (৪৬) এবং শাহাজাহান আলী (৪৫), যারা সম্পর্কে বেয়াই। রাজা মিয়ার বাড়ি পদুমহার গ্রামে, আর শাহাজাহান আলী ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাজা মিয়ার বাড়িতে বেড়াতে আসেন শাহাজাহান আলী। রাজা মিয়া তাঁকে বাড়ির পাশে করলার খেত দেখাতে নিয়ে যান। সন্ধ্যা গড়িয়ে গেলেও তাঁরা বাড়ি ফেরেননি। সন্ধ্যায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বৃষ্টি থেমে গেলে করলাখেতের পাশ থেকে দুই বেয়াইয়ের লাশ উদ্ধার করেন স্বজনরা। শুক্রবার জুমার নামাজের জানাজার পর দুজনের দাফন সম্পন্ন হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ইলিয়াছ আলী জানান, খোঁজাখুঁজির পর স্বজনরা সেচযন্ত্রের ঘরের পাশে জলাশয়ে লাশ দুটি পড়ে থাকতে দেখেন।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, বৃহস্পতিবার রাতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট