দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:২৫

মাগুরায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিলে মাছ ধরতে গিয়ে ডুবে মারা যাওয়া কমলেশ বিশ্বাসের বাড়িতে স্বজনদের শোকের মাতম চলছে। বৃহস্পতিবার সকালে মাগুরার শালিখা উপজেলার বড় থৈপাড়া এলাকায়ছবি: প্রথম আলো

মাগুরার শালিখা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে ডোঙা ডুবে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ধনেশ্বরগাতী ইউনিয়নের পিঠভাড়া বিলে মাছ ধরতে যান তাঁরা। সন্ধ্যায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়, এবং আজ সকালে অপরজনের লাশ পাওয়া যায়।

মৃত দুজন হলেন ধনেশ্বরগাতী ইউনিয়নের বড় থৈপাড়া গ্রামের কনক বিশ্বাস (৪০) ও কমলেশ বিশ্বাস (৩৫)। কনকের লাশ গতকাল রাতেই উদ্ধার করা হয়, এবং আজ সকালে উদ্ধার হয় কমলেশের লাশ।

কমলেশ বিশ্বাসের ভাই নরোত্তম বিশ্বাস জানান, গতকাল বিকেলে সাত বছরের ছেলে নিয়ে ডোঙায় করে মাছ ধরতে যান কমলেশ। বিকেল ৪টার দিকে ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তাঁদের ডোঙাটি ডুবে যায়। এ সময় কমলেশ তাঁর ছেলেকে কচুরিপানার স্তূপের ওপরে তুলে দেন এবং পরে তিনি ডুবে নিখোঁজ হন। ঝড় থামার পর স্থানীয়রা শিশুকে উদ্ধার করেন, তবে সে ভয়ে অসুস্থ হয়ে পড়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের উপপরিচালক আলী সাজ্জাদ জানান, গতকাল বিকেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর তাঁরা উদ্ধার অভিযান শুরু করতে পারেননি। আজ সকালে খুলনা থেকে ডুবুরি আসার আগেই স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, একই সময়ে ওই এলাকায় মাছ ধরতে গিয়ে কনক বিশ্বাসও নিখোঁজ হন এবং পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট