দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান মিয়াছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হন ২৬ বছর বয়সী রমজান মিয়া জীবন। তিনি এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন এবং আজ বুধবার তিনি মারা যান।

রমজান মিয়ার চাচা মো. রোমান প্রথম আলোকে জানান, ৫ আগস্ট সকালে গুলিস্তানে রমজান আহত হন। ওই দিন দুপুরে তাঁর মুঠোফোন থেকে পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর, তাঁকে হাসপাতালে গিয়ে আহত অবস্থায় পাওয়া যায়। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল এবং আহত হওয়ার পর থেকে তিনি অজ্ঞান ছিলেন। সর্বশেষ তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

রমজান পুরান ঢাকার আলুবাজারে একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন এবং তাঁর পরিবার মিরপুরে থাকত। ওই দিন তিনি বাসায় যাওয়ার কথা বলে কারখানা থেকে বের হয়েছিলেন। রমজানের স্ত্রী সাহারা খাতুন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রমজান মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট