দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫১

কক্সবাজার উপকূলে দুই ট্রলারে ডাকাতি, জেলে গুলিবিদ্ধ

কক্সবাজার উপকূলে জলদস্যুর গুলিতে আহত জেলে জহির আহমদকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ দুপুরেছবি-প্রথম আলো

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছ ধরার দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে এক ট্রলারের জেলে জহির আহমদ (৫০) আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কক্সবাজার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে এ হামলা হয়।

আজ বুধবার সকালে গুলিবিদ্ধ জহিরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়ার ছিদ্দিক আহমদের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারটি সাত দিন আগে ১৯ জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ট্রলারটি গতকাল সকালে মাছ ধরার পর উপকূলের দিকে ফিরছিল, যখন বেলা ১১টার দিকে অস্ত্রধারী জলদস্যুরা তাদের জিম্মি করে এবং মাছ, জাল ও জ্বালানি লুট করে। বাধা দেওয়ায় জহির আহমদকে গুলি করে তারা।

আজ সকালে ট্রলারটি বাঁকখালী নদীতে পৌঁছালে আহত জেলেকে হাসপাতালে নেওয়া হয়। জহির আহমদের বাড়ি নোয়াখালীতে।

এছাড়া, মহেশখালীর আরেকটি ট্রলারে একই সময় জলদস্যুরা লুটপাট চালিয়েছে। এখানে জেলেদের জিম্মি করে ট্রলারের মাছ, জাল ও জ্বালানি লুট করা হয়। মালিক ও জেলেরা জানান, সাম্প্রতিক সময়ে গভীর বঙ্গোপসাগরে ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে, তবে জেলেরা যখন ঘাটে ফেরার জন্য ট্রলার নিয়ে আসছেন, তখন টেকনাফ, মহেশখালী ও সোনাদিয়া চ্যানেলে একাধিক জলদস্যুর হামলার শিকার হচ্ছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট