দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:২৬

গুরুদাসপুরে সর্বহারা পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তিন ব্যক্তিকে চিঠি পাঠানো হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে সর্বহারা পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তিন ব্যক্তির বাড়িতে চিঠি পাঠিয়েছে একটি চক্র। চাঁদার টাকা না পেলে তাঁদের সন্তানদের অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে চিঠি পাওয়া পরিবারগুলো।

ভুক্তভোগীদের মধ্যে আছেন নাজিরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক উত্তম কুমার কণ্ডু, মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরকার এবং ব্যবসায়ী সোহেল আনোয়ার। তাঁরা সবাই গুরুদাসপুর পৌর শহরের রোজী মোজাম্মেল মহিলা কলেজ এলাকার বাসিন্দা।

আজ বুধবার গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার হোসেন বলেন, উত্তম কুমার কণ্ডু ও সোহেল আনোয়ার থানায় লিখিত অভিযোগ করেছেন। সোহেল আনোয়ারের অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে কিছু তথ্য মিলেছে।

ভুক্তভোগীরা জানান, গতকাল মঙ্গলবার সকালে তাঁদের বাড়ির গেটে একটি খাম পাওয়া যায়। খাম খুলে তারা চাঁদা দাবি এবং সন্তানদের অপহরণের হুমকির বিষয়টি জানতে পারেন। চিঠিতে লেখা ছিল, “আশা করি মহান আল্লাহর দোয়ায় ভালো আছেন। আপনাকে পাঁচ দিন সময় দেওয়া হলো। এই পাঁচ দিনের মধ্যে পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে রাখবেন, তা না হলে আপনার ছেলেকে জবাই করে মাথা পাঠিয়ে দেব।”

উত্তম কুমার কণ্ডু বলেন, চিঠি পাওয়ার পর তাঁর পরিবার ভীতিতে রয়েছে এবং শারদীয় দুর্গাপূজার আনন্দ ম্লান হয়ে গেছে। তিনি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

ব্যবসায়ী সোহেল আনোয়ার বলেন, তিনি চিঠি পাওয়ার পরপরই পুলিশকে জানান এবং এর সুষ্ঠু সমাধান চান। প্রধান শিক্ষক বাবুল সরকারও জানান, তিনি ও তাঁর পরিবার আতঙ্কিত এবং এ ঘটনার ফলে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, “সর্বহারা পরিচয়ে এসব চিঠি পাঠানোর পেছনে মাদকাসক্ত কেউ থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত এ চক্রকে শনাক্ত করে আটক করা হবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট