দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪০

আমি আশা করছি, মাসখানেকের মধ্যে পুরোপুরি বিচার প্রক্রিয়া শুরু হবে: আইন উপদেষ্টা।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্ভবত এক সপ্তাহের মধ্যে পুনর্গঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, “আমরা বিচার কার্যক্রমের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আশা করছি, পুরো মাত্রায় বিচার হয়তো মাসখানেকের মধ্যে শুরু হবে।”

আজ বুধবার প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা। ছাত্র-জনতার আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত আগে থেকেই জানানো হয়েছিল।

বেলা আড়াইটার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে আসেন আসিফ নজরুল। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আইন উপদেষ্টা বলেন, “বিচার বিভাগের কিছু সমস্যা নিয়ে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের মধ্যে সহযোগিতার প্রয়োজন রয়েছে। অভিযোগগুলো কিছু বিচারকের বিরুদ্ধে এসেছে, যা আমরা অবগত করেছি। তারা জানেন।”

তিনি আরও বলেন, “এটা আমাদের সিদ্ধান্ত বা দাবি নয়। এটা ছাত্র-জনতার ইচ্ছা, যারা আন্দোলন করেছে। তারা মনে করছে কিছু বিচারক ফ্যাসিস্ট শক্তির পক্ষে কাজ করেছেন এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে।”

অপর এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ের থেকে সম্পূর্ণ পৃথক। দেশের সর্বোচ্চ আদালতের অভিভাবকরা যথেষ্ট জ্ঞানী এবং পরিণত। তারা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন।”

তিনি উল্লেখ করেন, নতুন বিচারক (২৩ জন অতিরিক্ত বিচারক) নিয়োগ হওয়ায় ট্রাইব্যুনালে বিচার শুরু করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, “বিচার শুরু করার জন্য ট্রাইব্যুনাল ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আমাদের চিফ প্রসিকিউশন টিম ও তদন্ত টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

আসিফ নজরুল আরও জানান, “আমরা বিচার করব, অনুপস্থিত ব্যক্তির বিচার করার বিধান আমাদের আইনে আছে। যদি প্রত্যর্পণ চুক্তি থাকে, তবে তাদের দেশে ফিরিয়ে আনারও সুযোগ আছে।”

কবে নাগাদ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে, সে বিষয়ে আইন উপদেষ্টা বলেন, “এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে। যদি সুপ্রিম কোর্ট বন্ধ না থাকত, তবে আমি তিন-চার দিনের মধ্যে বলতাম। এখন সুপ্রিম কোর্ট খোলার পর তা হয়ে যাবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট