দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ০৫:৩১

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীফাইল ছবি: প্রথম আলো

দেশে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে তারা মারা যান। এই নিয়ে চলতি মাসের ৯ দিনে ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হলো। এ বছর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রান্ত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৩৩ জন রোগী। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে সর্বাধিক ২৬৩ জন, ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৩১ জন, বরিশালে ৮৬ জন, খুলনায় ৮০ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, ময়মনসিংহে ৩২ জন, রংপুরে ৭ জন এবং সিলেটে ৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯,৮২২ জন। মৃতদের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা সমান, তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ১০৬ জনের মৃত্যু হয়েছে।

এ বছর ২১ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বাধিক, যা ৬,২০৫। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের। বর্তমানে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩.৩% পুরুষ এবং ৩৬.৭% নারী।

বাংলাদেশের ইতিহাসে গত বছর ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু সর্বাধিক ছিল, তখন ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১,৭০৫ জন মারা যান। গত বছর সেপ্টেম্বর মাসে সর্বাধিক ৩৯৬ জনের মৃত্যু হয়, যার পর অক্টোবরে ৩৫৯ জন মারা যান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী