দ্যা নিউ ভিশন

এপ্রিল ৯, ২০২৫ ১২:১৮

সাগরে ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের পাঙাশ ধরা পড়েছে, যা ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

পটুয়াখালীর কুয়াকাটা–সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক হোসেন নামে এক জেলের জালে ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের এ পাঙ্গাস মাছটি ধরা পড়েছেছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে, যা ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার বিকেলে মো. ফারুক হোসেনের জালে বিশাল এই পাঙাশটি ধরা পড়ে।

ফারুক হোসেন জানান, তিনি সকালে গঙ্গামতীসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিলেন। ওই জালে অন্যান্য মাছের সঙ্গে এই পাঙাশটি ধরা পড়ে। কুয়াকাটা মাছ বাজারের মণি ফিশ আড়তে নিলাম ডাকের মাধ্যমে কুয়াকাটার মাছ কেনাবেচার প্রতিষ্ঠান ফিশ ভ্যালির প্রতিনিধি মো. রেজাউল ইসলাম ১ হাজার টাকা কেজি হিসাবে মাছটি কিনেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী নাসির মুনশি বলেন, বড় আকারের পাঙাশ মাছটি দেখতে অনেকেই ভিড় করেন।

ফিশ ভ্যালির প্রতিনিধি রেজাউল ইসলাম বলেন, মাছটি বড় এবং সুন্দর। সাধারণত এই ধরনের মাছ সমুদ্রে ধরা পড়ে না। তারা মাছটি ঢাকায় পাঠাবেন এবং সেখান থেকে বিক্রি করা হবে।

কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রথম আলোকে জানান, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার পাশাপাশি মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর ফলে ইলিশের পাশাপাশি পাঙাশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, যা জেলেদের জন্য লাভজনক হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী