দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২৬

ইসরায়েল বেশি দিন টিকবে না: খামেনি।

আয়াতুল্লাহ আলী খামেনিছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল বেশি দিন টিকবে না।

আজ শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় এ মন্তব্য করেন তিনি, যা প্রায় পাঁচ বছরের মধ্যে তাঁর প্রথম খুতবা।

সম্প্রতি ইরানের পক্ষ থেকে ইসরায়েলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। তিনি বলেন, এই হামলা আইনসম্মত ও বৈধ।

খামেনি বলেন, “কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ ছিল।” তিনি আরও জানান, ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি হলো এই ক্ষেপণাস্ত্র হামলা।

তিনি বলেন, “আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দেয় এবং ঘৃণার বীজ বপন করে। একই পক্ষ ফিলিস্তিনি, লেবাননি, মিসরীয় এবং ইরাকিদের শত্রু, তারা ইয়েমেনি ও সিরীয়দেরও শত্রু। আমাদের শত্রু এক ও অভিন্ন।”

খুতবায় খামেনিকে একনজর দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অনেকের হাতে ছিল হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা এবং ফিলিস্তিনের পতাকা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট