দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৭:৪৯

অনুষ্ঠান শেষে শহীদ মিনার এলাকা পরিষ্কার করলেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে

জাতীয়তাবাদী ছাত্রদল আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে, যেখানে তিনি ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগের মুখোমুখি। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকে, যেখানে বিভিন্ন শাখার ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচি শেষে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনার ও এর আশপাশের এলাকা পরিষ্কার করার উদ্যোগ নেন। তারা একাধিক দলে বিভক্ত হয়ে নিজেরাই বস্তা হাতে ময়লা আবর্জনা সংগ্রহ করেন এবং সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলেন। কেউ কেউ ঝাড়ু দিয়েও এলাকা পরিষ্কার করেন।

ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন জানান, “পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে আমরা অনুষ্ঠান শেষে নিজ হাতে এলাকা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা ছাত্র-জনতার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করছি এবং ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে কাজ করতে চাই।”

এছাড়াও, শহীদ মিনারের এই কর্মসূচিতে কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং বিভিন্ন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি, ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর, ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাও এই কর্মসূচিতে সক্রিয় ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী