দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৩:৫৭

ডেঙ্গুর কারণে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে বর্তমানে ৮২৯ জন রোগী ভর্তি রয়েছেন।

ফাইল ছবি/কালের কণ্ঠ

এডিস মশা দ্বারা সৃষ্ট রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২৯ ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত, ২০২৩ সালে দেশে ২৭ হাজার ৩৮৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ২৪ হাজার ৩১২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী