দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৯:৪২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাসের তারিখ পরিবর্তন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা নিশ্চিত করেছেন কমিটির সদস্যসচিব মোহাম্মদ আলী রেজা।

এর আগে ১৫ সেপ্টেম্বর উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে প্রাধ্যক্ষ কমিটির সভায় ৩০ সেপ্টেম্বর ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে আজকের সভায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। মোহাম্মদ আলী রেজা জানিয়েছেন, সব শিক্ষার্থীর আসন নিশ্চিত করার জন্য ক্লাস শুরুর তারিখ পেছানো হয়েছে এবং সর্বসম্মতিক্রমে ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি শেষ হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী