কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই সদস্যবিশিষ্ট এই কমিটিতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করা হয়েছে।
গতকাল রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে ১২ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছিল কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হওয়ায় হতাশ ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব জাকির হোসেন সরকার জানান, ৫ আগস্টের পর দেশে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কুষ্টিয়ায় সেগুলো প্রতিহত করার চেষ্টা করা হলেও কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে। তিনি নতুন সুযোগ পেয়ে দলকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে, মিরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের এক দিন পর সেখানে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে সিনিয়র যুগ্ম মহাসচিবের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অল্প সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে।
২০১৬ সালে ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছিল, যার সভাপতি ছিলেন আবদুল হক এবং সাধারণ সম্পাদক রহমত আলী। মিরপুরে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন, এর মধ্যে গুরুতর আহত সাধারণ সম্পাদক রহমত আলীকে ঢাকায় ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।