দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৯:৪২

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকছবি: সংগৃহীত

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালত মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার গ্রহণের নির্দেশ দেন।

গত বুধবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন মালাউড়ী গ্রামের বাসিন্দা জাহিদ হাসান। বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখে দেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে মধুপুর হাসপাতালের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে পৌঁছালে আব্দুর রাজ্জাকের নির্দেশে অন্যান্য আসামিরা ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান, যার ফলে মামলার বাদীসহ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

মামলায় উল্লেখিত আসামিদের মধ্যে মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক পৌর মেয়র সিদ্দিক হোসেন খান ও মাসুদ পারভেজ রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী এম এ মালেক আদনান নিশ্চিত করেন, হামলার অভিযোগে বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করে বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং মামলাটি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী