দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৯:৪৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, মোহাম্মদ রনি ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বলেন, ২০১৫ সালে বাংলামোটর ও হাতিরঝিল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়, যেখানে রনি অভিযুক্ত। তুরাগ থানা এলাকায় তাঁর অবস্থানের তথ্য পেয়ে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী