দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১০:০২

মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ হওয়া বাবার সঙ্গে মেয়ের লাশ পরে নদী থেকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ বাবা-মেয়ের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর এলাকায় ধলেশ্বরী নদীতেছবি: প্রথম আলো

মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বারাহিরচর এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

নিহতরা হলেন চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) ও তার মেয়ে রাফা আক্তার (১২)। মহিদুর ব্যবসায়ী ছিলেন এবং রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।

সিঙ্গাইর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মহিদুর তার মেয়ে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে নিয়ে যান। রাফা বোতল ব্যবহার করে সাঁতার কাটার চেষ্টা করছিল, কিন্তু একপর্যায়ে বোতলের মুখ খুলে পানি ঢুকে যায় এবং সে পানিতে ডুবে যায়। মেয়েকে উদ্ধারের জন্য মহিদুরও পানিতে ঝাঁপ দেন এবং এরপর দুজনেই নিখোঁজ হন।

সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। পরবর্তীতে আজ সকালে কিছু দূরে ভাটিতে বাবা-মেয়ের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে এবং পরে স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করেন।

সিঙ্গাইর ফায়ার স্টেশনের ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানো হলেও তাদের খোঁজ পাওয়া যায়নি। আজ ঢাকা থেকে বিশেষ ডুবুরি দলের আসার কথা ছিল, তবে তার আগেই লাশ দুটি ভেসে ওঠে। উদ্ধারকৃত লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী