দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৫০

আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

ঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝরছে বৃষ্টি। এর মধ্যে ফুল বিক্রি করতে বেরিয়েছে দুই শিশু। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ছবি: শুভ্র কান্তি দাশ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে এবং গরমও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা সুলতানা বলেছেন, তাপমাত্রা বাড়লে অস্বস্তিকর গরমের অনুভূতিও বৃদ্ধি পাবে। তাপমাত্রা কত বৃদ্ধি পেতে পারে, সে সম্পর্কে তিনি জানান, এটি ৩৪ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রির বেশি হবে না।

লঘুচাপের প্রভাবে গতকাল বুধবার সারা দিন বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে, যেখানে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর রাজশাহীতে ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট