যোগাযোগ, জ্বালানি, বিচারব্যবস্থা এবং তারুণ্যের বিকাশে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বাংলাদেশ। আজ বুধবার নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রশাসক সামান্থা পাওয়ার এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে একটি পোস্টে এ তথ্য জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সকালে ড. ইউনূসের আবাসস্থলে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে ইউএসএআইডির প্রশাসকের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো যোগাযোগ, জ্বালানি, বিচারব্যবস্থা এবং তরুণদের বিকাশ।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে ড. মুহাম্মদ ইউনূস গত সোমবার থেকে নিউইয়র্কে অবস্থান করছেন।