দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৪:৪১

ফসলি জমিতে উদ্ধার হলো নিখোঁজ মাদরাসা ছাত্রীর মরদেহ।

ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের দুই দিন পর আইরিন আক্তার তিথির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার দুধসর গ্রামের একটি ফসলি জমি থেকে তার মরদেহ পাওয়া যায়।

তিথি দুধসর গ্রামের আশরাফ হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী আসাননগর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার পরিদর্শক (তদম্ত) রিয়াজুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ওই ছাত্রীর নিখোঁজের ঘটনা শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়।

বিকেলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী