দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২৯

রাঙামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

ছবি: কালের কণ্ঠ

রাঙামাটিতে প্রশাসনের আশ্বাসের পর অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট ৩৬ ঘণ্টা পর প্রত্যাহার করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাঙামাটি জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জোন কমান্ডার লে. কর্ণেল মো. এরশাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন এবং সিএনজি-বাস-ট্রাক শ্রমিক মালিক সমিতির নেতারা।

সভায় পরিবহন মালিক ও শ্রমিকরা হামলায় আহত শ্রমিক ও যানবাহনের ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে সহায়তার আশ্বাস পাওয়ার পর তারা ধর্মঘট প্রত্যাহার করেন।

সভা শেষে জেলা প্রশাসক জানান, আহত শ্রমিকদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণের বিষয়ে মন্ত্রণালয়ে সহযোগিতা চাওয়া হবে। এসব সহায়তা পাওয়ার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট