নৌপরিবহন ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে হলে পাহাড়িদের দুঃখ-বেদনা বুঝতে হবে এবং সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। তিনি সতর্ক করে বলেন, “পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না।”
আজ রোববার বরিশাল মেরিন একাডেমি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একাডেমির শিক্ষার্থীদের প্যারেড প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এবং বৃক্ষরোপণ করেন।
সাখাওয়াত হোসেন বলেন, পার্বত্য অঞ্চলে চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন, এবং এর গুরুত্ব বুঝতে হবে। স্থানীয় প্রশাসনকে গুরুত্ব দিয়ে সম্প্রীতি বজায় রাখতে হবে। তিনি উল্লেখ করেন, পাহাড়ে ১৩ থেকে ১৪টি কমিউনিটি রয়েছে, এবং তাদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি আরও বলেন, “আমি যে দুটি মন্ত্রণালয়ে কাজ করছি, সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। গত ১৫ বছরে যে সরকার ছিল, তারা পুরো সিস্টেমকে দুর্নীতিগ্রস্ত করেছে। এটা ঠিক করতে দুই-তিন বছর সময় লাগবে।”
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “এগুলো জনগণের সহায়তা ছাড়া সফল করা সম্ভব নয়।” তিনি দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের কথা বলেন, এবং জানান যে দেশে বড় বড় জমিদার তৈরি হচ্ছে।
মেরিন একাডেমি পরিদর্শনের পর তিনি জানান, দেশের মেরিন একাডেমিগুলোর আধুনিকায়ন এবং পাস করা শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ সেক্টরে সংযুক্ত করার বিষয়ে সরকারের সদিচ্ছা রয়েছে।
এ সময় বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।