দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৩৪

ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফেনীতে গুলিবর্ষণ ও হত্যা মামলায় পলাতক আসামি ছাত্রলীগ নেতা ছাইদুল হক ওরফে রিফাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত।

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলায় পলাতক আসামি ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম ছাইদুল হক ওরফে রিফাত। গতকাল সোমবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার সিডিএ আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ছাইদুল হক ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর ছনুয়া গ্রামের ছালে আহম্মেদের ছেলে ও ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গত ৪ আগস্ট ফেনীর মহীপাল এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলিতে নিহত ছাইদুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি তিনি।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান, ৪ আগস্ট সকালে ফেনীর মহীপাল ফ্লাইওভারের নিচে জনতার অবস্থান কর্মসূচিতে গুলি চালান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় গুলিবিদ্ধ ছাইদুল ইসলাম প্রাণভয়ে দৌড়ে স্টারলাইন কাউন্টারসংলগ্ন মহীপাল ফ্লাইওভারের ওপরে উঠে লুকিয়ে ছিলেন। হামলাকারী ব্যক্তিরা ফ্লাইওভারে পৌঁছে ছাইদুল ইসলামকে লক্ষ্য করে আরও ১৫-১৬টি গুলি ছোড়েন। মাটিতে লুটিয়ে পড়ার পর ছাইদুলকে লোহার রড ও রাইফেলের বাট দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে ১৪ আগস্ট ছাইদুলের পিতা বাদী হয়ে ফেনী মডেল থানায় ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন প্রথম আলোকে বলেন, হত্যা মামলার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট