দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৫৪

শ্রীপুরে ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

নিহত রাহেলা আক্তারের কর্মক্ষেত্রের পরিচয়পত্র. ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ। গতকাল রোববার রাতে উপজেলার মুলাইদ এলাকার বাদল মিয়ার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক।

ওই গৃহবধূর নাম রাহেলা আক্তার (২৫)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার দামুদকুর্ণী গ্রামের মো. রুমাল মিয়ার মেয়ে। তিনি শ্রীপুরের ব্লু প্ল্যানেট নামের পোশাক কারখানায় চাকরি করতেন। ঘটনার পর থেকে তাঁর স্বামী মো. সুজন (৩০) পলাতক। তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন ও রাহেলা দম্পতি পাঁচ দিন আগে মুলাইদ গ্রামের বাদল মিয়ার বাসা ভাড়া নেন। সে বাসায় থেকে রাহেলা পোশাক কারখানায় চাকরি করতেন। তবে তাঁর স্বামী সুজন বেকার ছিলেন। রাহেলা প্রতিদিন কাজ শেষে রাত ১০টার দিকে বাসায় ফিরতেন। গতকাল রাত আটটার দিকে ঘরের দরজা খোলা দেখে বাড়ির মালিক খোঁজ নিতে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে রাহেলার নিথর দেহ পড়ে আছে। তাঁর গলায় ওড়না প্যাঁচানো। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

এ ঘটনায় আজ সোমবার সকালে নিহত গৃহবধূর বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে মো. সুজনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। শ্রীপুর থানার উপপরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওড়না দিয়ে ‍গলা পেঁচিয়ে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার করে ফেলে রাখা হয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট