দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:৩২

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে চার শিশু নিখোঁজ

প্রতীকী ছবি।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ রয়েছে। আজ বুধবার দুপুরে নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিখোঁজ চার শিশু হলো নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৮), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৮), আহাদ আলীর মেয়ে আঁখি খাতুন (৯) ও ছেলে আতিক হোসেন (৭)। নিখোঁজ চার শিশু স্থানীয় মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, আজ দুপুরে বিদ্যালয় ছুটির পর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে পাঁচ শিশু। তাদের মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও অন্য চারজন স্রোতের টানে নদে তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামের সবাই তাদের খোঁজখবর করলেও সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুপুরে ওই শিশুরা নদে গোসল করতে গিয়ে হারিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে দিয়ে জাল টেনে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালানো হয়। কিন্তু স্রোত বেশি থাকায় নিখোঁজ শিশুদের খোঁজ পাওয়া যায়নি। নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। দূরত্ব বেশি হওয়ায় তারা রাতে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। কাল বৃহস্পতিবার সকাল থেকে তারা উদ্ধার অভিযান চালাবে।

এদিকে শিশু নিখোঁজের পর থেকে নারায়ণপুর বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আছেন। তাঁরা নৌকা নিয়ে নিখোঁজ শিশুদের উদ্ধারের চেষ্টা করছেন। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, অষ্টাশির চর এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন। সেখানকার লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট