দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:২৭

ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য মাজহারুল ঢাকায় গ্রেপ্তার

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম ওরফে সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১–এর একটি দল।

মাজহারুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, গত ১০ আগস্ট ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বপারপুগীর বাসিন্দা মো. হাবিবুল ইসলামের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন মাজহারুল ইসলাম ও তাঁর সহযোগীরা। চাঁদা না দেওয়ায় হাবিবুলকে প্রাণনাশের হুমকি দেন তাঁরা। এ ঘটনায় মাজহারুল ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি আবেদন করেন হাবিবুল ইসলাম। ৩ সেপ্টেম্বর আদালতের নির্দেশে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ মামলা গ্রহণ করে। এরপর মাজহারুলসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাজধানী থেকে মাজহারুলকে গ্রেপ্তার করে র‍্যাব।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ